শূণ্যতা কি সৃষ্টিশীল?
- শাহাদাতুর রহমান সোহেল
শূণ্যতার চেয়ে বেশী কি আছে সৃজনশীল?
তুমি জানো, শূণ্যতায় সৃজিত হয় শুধুই শূণ্যতা;
শূণ্যের সাথে শূণ্য যোগ দাও অথবা বিয়োগ,
গুণ কর, ভাগ কর - ফলাফল শূণ্য সর্বদাই,
শূণ্যের উপর কেউ কি নির্মাণ করতে পারে
অলিম্পাস মন্সের মত স্কাইস্ক্রেপার?
গ্রেট রেরিয়ার রীফের মত একুরিয়াম?
শূণ্যতা কি করে হয় সৃষ্টিশীল?
শূণ্যতাতেই সৃষ্টি হয় আশরাফুল মাখলাকাতের
মহান শিল্প-সাহিত্যঃ
বেদনার্ত শূণ্যতাতেই বিঠোফেনের নবম সিম্ফনী,
শাহ্জাহানের বিস্ময় তাজমহল,
অন্ধ হোমারের ইলিয়াড-ওডিসি মহাকাব্য;
তারও চেয়ে অনেক বেশী আমি জানি-
শূন্যতার চেয়ে বেশী কি আছে সৃজনশীল?
শূণ্য থেকেই বিশ্ব বিধাতা সৃষ্টি করেন সারা চরাচর।
Monday, February 4, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment