Friday, January 18, 2013

Man & Earth

তখন বিস্ময়ে পাথর হয়ে যাই
- শাহাদাতুর রহমান সোহেল

স্রষ্টা সুমহান
সৃষ্টি তার বিশাল-বিচিত্র
বিশ্বময় ছড়িয়ে রয়েছে হাজারো বিস্ময়,
আমাকে বিস্মিত করে
আশরাফুল মাখলুকাত সেই মানুষ
যাদের চোখ আছে, কিন্তু দেখে না
যাদের কান আছে, কিন্তু শুনে না
যাদের মন আছে, কিন্তু তা অলীক চেতনায়
মুখর
তখন আমি বিস্ময়ে পাথর হয়ে যাই
যখন দেখি —
অগণন মানুষের এই পৃথিবী
চলছে তাদেরই নির্দেশনা।

No comments:

Post a Comment