একটি পরাবাস্তব কবিতা:
একটি দোলনা দুলতে থাকে
– শাহাদাতুর রহমান সোহেল
একটা দোলনা দুলতে থাকে বিক্ষিপ্ত আন্দোলনে:
সুবর্ণ ভোরে বনে রওয়ানা হলাম মধু আহরণে;
মধু আহরণ কি জীবনের অনন্য উপমা, না
ট্যারান্টুলার বিষের মতো তীক্ষ্ণ এক যন্ত্রণা?
রয়েল বেঙ্গল টাইগার বেরিয়ে আসে ক্ষুধার্ত হংকারে,
অসহায় হরিণ শাবক কুমির কবলিত,
শিশুর হাসির চেয়ে বেহেশতী কি আছে পৃথিবীতে?
তার উপমা চাঁদ, না শিশির ভেজা গোলাপ?
গোলাপে ত’ কীট থাকে অন্তরালে –
হাজারো ফুল থেকে ট্যারান্টুলা বিষ তোলে,
দুষ্ট জ্বীনেরা আমাবস্যায় ভয়াল চিতায়
নরমুন্ডের খেলায় মত্ত, স্বর্গদূতেরা ঘুরে বেড়ায়
কোথায় কারা মধুময় দরূদ পড়ে,
কর্মী মৌমাছিরা উড়ছে ঝাঁক বেধে মধুর সন্ধানে:
এবারের মৌসুম কি মধুর অনুকূল?
একটা দোলনা দুলতে থাকে – শুদ্ধ আর ভুল।
নোট: এটি একটি শংকর গদ্য কবিতা – মিল ও অমিলের সমাহার।
সোসিয়াল মিডিয়ায় কমেন্ট ও তার জবাব:
1) জীবনানন্দের পরাবাস্তবতা নতুনরূপে জন্ম………..অসাসাধরণ।
- কবি জান্নাতুল ফিরদৌসি
জবাব:
অসাসাধরণ? অনেক ধন্যবাদ। ফ্রান্সে পরাবাস্তব কবিতার উৎপত্তি – সেখান থেকে সারা পৃথিবীতে বিস্তার। বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ, আবদুল মান্নান সৈয়দসহ অনেকে লিখেছেন। এর সমালোচনাও আছে। তার সমাধান করে এগুতে পারলে পরাবাস্তব কবিতা সাহিত্যকে সমৃদ্ধ করতে পারে।
2) শাহাদাতুর রহমান সোহেলের “একটি দোলনা দুলতে থাকে” কবিতাটি পরাবাস্তব কাব্যধারার চমৎকার উদাহরণ। ছন্দ ও গদ্যের মিশ্রণে শৈল্পিক বৈচিত্র্য তৈরি হয়েছে।
- শায়েরুল ইসলাম
3) কবিতাটির গঠন অনেকটা সালভাদোর দালির চিত্রকর্মের মতো— “সালভাদোর দালি-এর শিল্পকর্ম” – এই কীওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে জানতে পারবেন।
- আবু সাঈদ ভুঁইয়া
জবাব:
সালভাদোর দালি একজন বিশ্বখ্যাত স্পেনীশ পরাবাস্তব চিত্রশিল্পী। আমার কবিতা সালভাদোর দালির চিত্রকর্মের মতো হওয়া তো আমার জন্য গৌরবের বিষয়। অনেক ধন্যবাদ। তবে পরাবাস্তব শিল্পে কিছু ত্রুটি আছে । আমি যথাসম্ভব সেসব ত্রুটি দূর করে নতুনরূপে এগিয়ে যেতে চাই।
4) পরাবাস্তব কবিতা ব্যপারটাই আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই ধারার সাথে পরিচয় আপনার লেখার সূত্রেই। এ এক অন্যবদ্য অভিজ্ঞতা।
- কবি পৃথুলা জামান
জবাব:
আপনার আন্তরিক মন্তব্য পড়ে সত্যিই আনন্দিত হলাম।
যদি আমার লেখা আপনাকে নতুন এক সাহিত্যধারার সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকে, তবে সেটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আপনার জন্য অশেষ শুভকামনা।
যদি আমার লেখা আপনাকে নতুন এক সাহিত্যধারার সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকে, তবে সেটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আপনার জন্য অশেষ শুভকামনা।
প্রবন্ধ লিংক:
No comments:
Post a Comment